স্পোর্টস ডেস্ক, ৩১ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) বৃহস্পতিবার অনুশীলন করেছেন বার্সেলোনায় ফেরার অপেক্ষায় থাকা ব্রাজিলীয় তারকা নেইমার। তবে পিএসজির হয়ে পরের লীগ ম্যাচেও খেলছেন না তিনি। স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, ব্রাজলীয় তারকার বার্সায় প্রত্যাবর্তন সংক্রান্ত বিষয়ে দুই ক্লাব সমঝোতায় উপনীত হয়েছে।
বিপুলসংখ্যক গণমাধ্যম কর্মীর উপস্থিতিতে গতকাল বিকেলে অনুশীলনে অংশ নেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবল তারকা। পিএসজির নিজস্ব টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় নেইমারের এই অনুশীলন।
এদিকে পিএসজি কোচ টমাস টাসেল পরে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, মেজের বিপক্ষে পরের ম্যাচে পিএসজির হয়ে খেলছেন না এই ব্রাজিলীয় তারকা। তিনি বলেন, ‘আগের মত একই পরিস্থিতি বিরাজমান থাকায় নেইমারকে স্কোয়াডে রাখা হয়নি।’
এদিকে ইতালীয় সম্প্রচারক স্কাই স্পোর্টস দাবি করেছে, দুই বছর আগে ২২২ মিলিয়ন ইউরোতে দলে নেয়া নেইমারকে শেষ পর্যন্ত বার্সেলোনায় ফেরত পাঠাতে রাজি হয়েছে পিএসজি।
এদিকে কাতালান রেডিও স্টেশন আরএসিআই’র রিপোর্টে বলা হয়, বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে যোগ দিতে মোনাকোতে গেছেন। এ সময় পিএসজির সঙ্গে সমঝোতার বিষয়েও কথা বলবেন তিনি।
উল্লেখ্য, পিএসজিতে দুই বছর অবস্থানকালে নেইমার ৫৮টি ম্যাচে অংশ নিয়ে ৫১টি গোল করেছেন। দলবদলের টানাপোড়েনে পড়ে চলতি মৌসুমে পিএসজির হয়ে কোন ম্যাচেই অংশ নেননি তিনি।
Leave a Reply