১৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): পদ্মা নদীর প্রবল স্রোতে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে উভয়পাড়ে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মা নদীতে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফেরি চলাচলে চরম ব্যাঘাত ঘটছে। প্রতিকূল পরিস্থিতিতে ১৫টি ফেরির মধ্যে চলাচল করছে ৯টি ।
এতে উভয়ঘাটে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। ঘণ্টারপর ঘণ্টা গাড়িতে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন এ রুটের যাত্রীরা। ঘাটের উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে দুই সহস্রাধিক গাড়ি।
Leave a Reply