ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): নিজের হাই প্রোফাইল বেশ কিছু নেতা পক্ষত্যাগ করে যোগ দিয়েছেন বিরোধী দলে। তাই পদত্যাগ করেছেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী পিটার ও’নেইল। বিভিন্ন ইস্যুতে তিনি বেশ কিছুদিন চাপে ছিলেন। তাকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছিল। সাত বছর ক্ষমতায় থাকা ও’নেইল তাতে অস্বীকৃতি জানান। ফলে তার দলের শীর্ষ স্থানীয় বেশ কিছু নেতা পক্ষত্যাগ করেন। শুক্রবার তিনি ঘোষণা দেন ক্ষমতা অব্যাহত রাখার জন্য সমর্থন তার আর নেই। তিনি সাবেক প্রধানমন্ত্রী স্যার জুলিয়াস চানের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা বলেছেন।
পাপুয়া নিউ গিনির জনসংখ্যা ৭৩ লাখ। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই দেশটিতে স্থিতিশীল ও মসৃণ ক্ষমতার হস্তান্তর চান স্যার জুলিয়াস। তিনি বলেছেন, এই দেশকে আজকের এই অবস্থায় আনার জন্য প্রধানমন্ত্রী হিসেবে পিটার ও’নেইল যেটুকু করেছেন তার জন্য ধন্যবাদ তাকে। পাপুয়া নিউ গিনির নারী ও পুরুষদের বলছি- আমাদের স্মৃতি খুব সংক্ষিপ্ত। আগামীদিনে আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে এবং দেখতে পাবেন তিনি (ও’নেইল) কি করেছেন। কিন্তু জীবনের নিয়মে আপনাকে সামনে এগিয়ে যেতেই হবে।
Leave a Reply