ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন, ‘দলে কোনো বিরোধ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে পার্টিকে শক্তিশালী করতে ও ক্ষমতায় নেয়ার জন্য কাজ করে যাচ্ছি এবং দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে।’
জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাপার চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হওয়া নিয়ে এরশাদপত্নী রওশন ও ছোটভাই জিএম কাদেরের মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা যায়। যদিও পরবর্তিতে বিষয়গুলো নিয়ে সমঝোতায় পৌঁছায় দেবর-ভাবি। সিদ্ধান্ত হয় দলের চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করবেন কাদের। আর বিরোধী দলীয় নেতা হবেন রওশন।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে- দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, ‘সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে জাপা। আমাদের দলের মধ্যে কোনো মতভেদ নেই।’
‘পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য আট বিভাগে সাংগঠনিক টিম কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে গঠন করা হয়েছে। এই টিম তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী জেলায় জেলায় ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সুসংগঠিত করবে।’
অন্যদিকে এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে লাঙলের প্রার্থী দেয়া নিয়েও ঝামেলা চলছিল। তারও সমাধান হয়। সেখানে মনোনয়ন পান রওশনপুত্র রাহগির আল মাহি সাদ। যদিও স্থানীয় জাপা নেতারা সাদের পক্ষে কাজ না করার ঘোষণা দিয়েছেন। তবে জিএম কাদেরের আশা সাদ বিজয়ী হবেন।
তিনি বলেন, ‘ঐকমত্য হয়েই রংপুর-৩ উপ-নির্বাচনে রাহগির আল মাহি এরশাদকে মনোনয়ন দিয়েছি। এখানে কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মীরা একত্র হয়ে দলের স্বার্থে কাজ করবে এবং আমরা জয়ী হব ইনশাআল্লাহ।’
এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সোলায়মান আলম শেঠ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল, মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক নির্মল দাশ, শাহজাহান মানসুর, যুববিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ।
Leave a Reply