ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৮ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতের মহারাষ্ট্র প্রদেশসহ অন্যান্য প্রদেশে চলতি বছর বন্যার কারণে পেঁয়াজের সংকট তৈরি হয়েছে। সরকারের দাবি অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। ইতোমধ্যে প্রতিবেশী দেশ বাংলাদেশসহ অনেক দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে ভারত। তাস্বত্ত্বেও দেশটিতে পেঁয়াজের সংকট কাটছে না। পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। পেঁয়াজের এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিহার রাজ্যের বিরোধী দল আরজেডির এক এমএলএ পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় প্রবেশ করেন।
গত বুধবার বিহার রাজ্যের বিধায়ক শিবচন্দ্র রাম রাজা পেঁয়াজের মালায় গলায় পড়ে বিধানসভায় প্রবেশ করেন। এই ঘটনা দেশটিতে আলোড়ন তুলেছে। পেঁয়াজের মালা সম্পর্কে বিধায়ক বলেন, ‘প্রতিনিয়ত পেঁয়াজের দাম বাড়ছে। মানুষ তাদের অতি প্রয়োজনীয় একটি দ্রব্য কিনতে পারছে না। বঞ্চিত হচ্ছে তারা। পেঁয়াজের দাম যেখানে ৩০ রুপির কম থাকে সেটা এখন ১০০ এর বেশি। সত্যি বলতে কি এগুলো (গলার মালার দিকে ইশারা করে) আমি কেজি ১০০ রুপিতে কিনেছি’।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে তার সরকারের তাদের ফাঁপা প্রতিশ্রুতির অভিযোগ তুলে আক্রমণ করেন ওই বিধায়ক। তিনি বলেন, রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ৩৫ রূপি বা তার কম দামে সবজি বিক্রি করা হবে। কিন্তু আমি এমন কোনো দোকান কোথাও দেখিনি।’
তিনি বলেন, ‘আমি এই মালা পরেই ভেতরে যাবো। মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখে হলেও যেন কোনো কার্যকরী পদক্ষেপ নেন। এমনটা তো চলতে পারে না। তিনি দাবি করেছেন, গরিবদের ১০ রুপি করে জনপ্রতি এক কেজি পেঁয়াজ দেয়ার ব্যবস্থা করতে হবে সরকারকে। তাহলেও পরিস্থিতি আপাতত কিছু সামলা দেয়া যাবে।
Leave a Reply