ঢাকা, ১০ জানুয়ারী ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার সকাল সোয়া ১০টায় সংসদ ভবনের পূর্ব প্লাজায় শপথ গ্রহণের প্রাক্কালে গণমাধ্যমকর্মীদের কাছে প্রথমবার এমপি হওয়াকে প্রথমবার বাবা হওয়ার অনুভূতির সঙ্গে তুলনা করেছেন কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম। দলীয় প্রতীক হাতঘড়ি নিয়ে কক্সবাজার-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।
বুধবার সকাল সোয়া ১০টায় সংসদ ভবনের পূর্ব প্লাজায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী নতুন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী জাফর আলম। ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন ৫২ হাজার ৯৮৬ ভোট।
Leave a Reply