প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ঈদ উপহার পেল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ৩শ’এতিম শিশু। আজ ২৪ মে শুক্রবার সকাল ১১টায় শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের এতিম শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া এ ঈদ উপহার বিতরণ করেন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার শামীম মুসফিক।
প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মো. শামীম মুশফিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ৩শ’জন দুস্থ শিশুদের ও এই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঈদের উপহার পাঠিয়েছেন। যাতে এসব এতিম বাচ্চারা অন্তত ঈদের আনন্দ উপভোগ করতে পারে।
এ সময় টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম তৌফিক ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড়, প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মোর্শেদা বেগম উপস্থিত ছিলেন।
Leave a Reply