সুনামগঞ্জ, ৩০ জুলাই ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ পৌরসভার উকিলপাড়াস্থ প্রেসক্লাবে করোনা কালীন পরিস্থিতিতে সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার ২৪ জন সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রনোদনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সাবেক সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ও প্রেসক্লাবের সভাপতি এড. শামছুন্নাহার বেগম শাহানা রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এড. পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মোঃ আবুল হোসেন ও সাংবাদিক মোঃ সোলেমান কবীর প্রমুখ।
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন এই করোনা কালীন সময় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরের মানুষজনকে খাদ্য সহায়তা থেকে শুরু করে প্রনোদনা দিয়ে যাচ্ছেন । এরই অংশ হিসেবে আজ সুনামগঞ্জের ২৪জন সাংবাদিকের প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রনোদনা চেক দিয়ে দেশের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে স্বাধীনতা পরবর্তী কোন সরকার প্রধান হিসেবে এই দূর্যোগ কালীন সময়ে সাংবাদিকদের সাহায্য সহযোগিতা করছেন।
তিনি বস্তনিষ্ট সংবাদ পরিবেশন করে সরকারের উন্নয়ন কর্মকান্ডের দিকগুলো ভালভাবে পত্র পত্রিকায় প্রকাশ করে জাতি এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে উপস্থিত সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply