০১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ফরিদপুরে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে ফরিদপুরের শহরতলীর পূর্বগঙ্গাবর্দী নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরতলীর পূর্বগঙ্গাবর্দী এলাকায় ঢাকাগামী বনফুল পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। আহত হয় আরও দুইজন। আহত দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ট্রাকচালক ইসলামের পরিচয় পাওয়া গেছে। ইসলামের বাড়ি মাগুরা জেলায়। অন্য হতাহতদের নামপরিচয় এখনো পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর ওই সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগ পোহাতে হয় ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষদের। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
Leave a Reply