স্পোর্টস ডেস্ক, ১৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): প্রথমার্ধে আধিপত্য দেখিয়ে খেললেও গোলের দেখা পায়নি ব্রাজিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই সাফল্য ধরা দিয়েছে ফিলিপে কৌতিনহোর পায়ে। ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন কৌতিনহোর। তিন মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ডান প্রান্ত থেকে রিচার্লসনের পাস থেকে হেডে বল জালে জড়ান তিনি।
ইনজুরির কারণে টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে ছিটকে গেছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। ফলে তাকে ছাড়াই মাঠে নামতে হয়েছে সেলেকাওদের। তবে শুরুর একাদশেই আক্রমণভাগে ছিলেন কৌতিনহো, ফিরমিনহোরা।
Leave a Reply