নারায়ণগঞ্জ, ১২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আব্দুল মাজেদকে তার শ্বশুরবাড়িতে দাফন করা হয়েছে। রবিবার ভোরে অনেকটা গোপনে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার উসম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর স্কুলের পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় হাতেগোনা কয়েকজন উপস্থিত ছিলেন।
এদিকে দাফন সম্পন্ন হবার পরে এরাকাবাসি মাজেদের কবরের উপরে জুতা নিক্ষেপ ও লাঠি দিয়ে আঘাত করে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, মাজেদের দাফন প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে জানানো হয়নি। সকালে তিনি বিভিন্ন জনের কাছ থেকে জানতে পেরে খোঁজখবর নেন তিনি।
এর আগে শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়। প্রায় পাঁচ মিনিট ঝুলিয়ে রাখার পর তার লাশ ফাঁসির মঞ্চ থেকে নিচে নামিয়ে আনা হয়।
ফাঁসি কার্যকরের সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ঢাকার সিভিল সার্জন আবু হোসেন মো. মাইনুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply