ঢাকা, ২৭ জুলাই ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পেশাজীবীদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট কৃষিবিদ ডক্টর মো. আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সফল পানি সম্পদ ও ধর্মমন্ত্রী এম নাজিমউদ্দীন আল আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেনঃ সিনিয়র সাংবাদিক. প্রখ্যাত লালন গবেষক. বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি. ক্যাপিটাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান. বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব. বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মামুন মল্লিক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মনির উদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি জি এইচ এম কাজল, কাজী কাইয়ুম, সাংবাদিক এফ রহমান রূপক প্রমুখ নেতৃবৃন্দ।
এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয়, মহানগর এবং বিভিন্ন জেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মি উপস্থিত ছিলেন। পরে সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন।
Leave a Reply