ঢাকা, ১৫ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সকাল সাড়ে ৯ ঘটিকায় বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম বজলুর রহমানের সহধর্মিনী বর্তমান বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি শিরিন আহমেদ এমপির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ এমপির মিন্টু রোডস্থ বাসভবনে বঙ্গবন্ধু সৈনিক লীগের আগামী কাউন্সিল এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রায় ঘণ্টাকাল ব্যাপী অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এ আলোচনায় অংশ নেন- বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি শিরিন আহমেদ এমপি, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, সহ-সভাপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, সহ-সভাপতি মেজর (অব.) দেলোয়ার হোসেন, সহ-সভাপতি হাজী ইকবাল আলী আকবর, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব, স্কোয়াড্রন লিডার (অব.) মোকাম্মেল হোসেন, সার্জেন্ট (অব.) মোস্তফা আহমেদ, ডা. এম সাইফুল আলম, এনাম আহমেদ নাসির, আবদুল গনি গোলাপ, তমাল আহমেদ, এ্যাড. জেরিন আহমেদ, সাইফুল ইসলাম অপু, সোহেল আহমেদ, সাদ আহমেদ মিঠু, সার্জেন্ট (অব.) জাহাঙ্গীর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় দু্ই শতাধিক নেতা-কর্মিবৃন্দ।
Leave a Reply