ঢাকা, ১৭ এপ্রিল ২০২১ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার দুপুর ২টায় জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সারাহ বেগম কবরী। এ সময় তার পরিবারের সদস্যসহ চলচ্চিত্র অঙ্গনের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
এর আগে আজ শনিবার বেলা ১২টা ৫ মিনিটে কবরীর মরদেহ নিয়ে যাওয়া হয় তার গুলশানের বাসায়। সেখানে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা শেষবারের মতো দেখেন কবরীকে। সেখানে আধাঘণ্টা রেখে বনানী কবরস্থানে নেয়া হয় দাফনের জন্য।
দুপুর ১টার দিকে বনানী কবরস্থানের গেটের সামনে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা এই অভিনেত্রীকে। সেখানেই তার প্রথম ও একমাত্র জানাজা শেষে জোহরের নামাজের পর বনানী দাফন সম্পন্ন হয় কবরীর।
শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, শিল্পী সমিতি, পরিচালক সমিতির নেতারা। তবে করোনার কারণে শ্রদ্ধা জানানোর জন্য সুযোগ দেয়া হয়নি।
শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে করোনায় আক্রান্ত হয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান কবরী। শনিবার সকালে হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘তার ফুসফুসের একশভাগই সংক্রমিত হয়েছিল। আমরা মেডিক্যাল বোর্ড গঠন করে তার চিকিৎসা করছিলাম।’
ডায়াবেটিক ছাড়া আর তেমন কোনো শারীরিক সমস্যা ছিল না বলে জানান পরিচালক। তবে কবরী করোনা ভ্যাকসিন নিয়েছিলেন কি না সে তথ্য জানা ছিল না তাদের।
করোনায় আক্রান্ত হয় ৫ এপ্রিল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন কবরী। ৮ এপ্রিল তাক নেয়া হয় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে। ১৫ এপ্রিল সন্ধ্যায় তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। সেই অবস্থা থেকে আর ফিরলেন না তিনি।
Leave a Reply