ঢাকা, ০৫ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দলের মানববন্ধনে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, বন্যাকবলিত এলাকার কৃষকদের ঋণ ও সুদ মওকুফ করতে হবে।
সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘ভালো কাজ করতে চাইলে খালেদা জিয়ার কাছে শিক্ষা নিন। তিনি ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিলেন কৃষকদের সাহায্য করবেন। কৃষকদের পাশে দাঁড়াবেন। তিনি তা করেছিলেন। হাজার হাজার কৃষকদের ঋণ মওকুফ করেছিলেন।’
তিনি বলেন, ‘কিছুদিন আগে শেয়ারবাজার থেকে ২৭ হাজার কোটি টাকা নাই হয়ে গেল, একটা মামলাও হয় নাই। আর আমার অবহেলিত কৃষকরা যারা বন্যাকবলিত, সর্বস্বহারা, তাদের বিরুদ্ধে শুধুমাত্র দু’তিন হাজার টাকার জন্য মামলা হচ্ছে, বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করি। অবিলম্বে কৃষকদের ঋণ ও সুদ মওকুফ করা হোক।’
এ সময় দুদু কৃষি ব্যাংকের এমডি ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিবেক থাকলে কৃষকদের পাশে দাঁড়ান, তাদের সমস্যা সমাধান করেন।’মানববন্ধন শেষে কৃষক দলের পক্ষ থেকে কৃষি ব্যাংকের এমডির কাছে স্মারকলিপি দিতে যান নেতারা।
মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খান প্রমুখ।
Leave a Reply