হেলথ ডেস্ক, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭২ বছর বয়সি আরেক বৃদ্ধ রোগীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
তিনি বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা । গত ১৬ এপ্রিল জ্বর, সর্দি, কাঁশিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।
শেবাচিম হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ‘মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার নমুনা সংগ্রহ করে শেবামেকের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply