ঢাকা, ১০ জানুয়ারী ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): জাতীয় পার্টির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ফুঁসে ওঠেছে দলটির নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে উত্তাল দলটির বনানী কার্যালয়। বুধবার সকাল থেকেই পার্টির সিনিয়র নেতারা এবং বিপুলসংখ্যক নেতাকর্মী বনানী কার্যালয়ে এসে উপস্থিত হোন।
এদিকে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দলীয় কার্যালয় তালাবদ্ধ করে রেখেছেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়ান তারা। পরে পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর পদত্যাগ দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, ফখরুল ইমাম, শামীম হায়দার পাটোয়ারী, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, এমরান হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, আমানত হোসেন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহাজাদা, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ, সাইফুল ইসলামসহ অসংখ্য কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
Leave a Reply