২৮ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর এবং চর গোয়ার্দী এলাকায় মেঘনা নদীর তীর ভরাট ও দখল করায় বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপের দখলকৃত অংশ অবমুক্ত করতে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এসময় একটি পাকা ৪ তলা ভবন ও একটি ডকইয়ার্ড ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। একই সঙ্গে মেঘনার শাখা নদীর প্রবেশ মুখে ড্রেজার দিয়ে বালু ভরাট করতে থাকায় ৪টি ড্রেজার পাইপ গুড়িয়ে দেয়া হয়। এছাড়া নদী ভরাট করে ওরিয়ন গ্রুপের দখলকৃত জায়গায় পাইলিংয়ের কাজ করায় ৩ শ্রমিককে আটক করা হয়েছে।
৬ দিনব্যাপী অভিযানের ৫ম দিনে আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়ার নেতৃত্বে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান চালায়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক গুলজার আলী জানা, মেঘনা নদীর দুই তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ৬ দিনব্যাপী অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি নদী কমিশনের চেয়ারম্যান বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের কর্মকর্তাদের নিয়ে মেঘনা নদী পরিদর্শন করেছেন। এসময় মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আমান ইকোনোমিক জোন, ইউনিক গ্রুপ, রিয়ন গ্রুপ, আল মোস্তফা গ্রুপের পলিমার ইন্ড্রাষ্ট্রিজসহ বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানে নদী দখলের প্রমাণ পেয়েছেন। তারই আলোকে সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন) শফিকুল হক, নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক গুলজার আলী, উপ-পরিচালক মোঃ শহীদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ।
Leave a Reply