হেলথ ডেস্ক, ১৯ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): নভেল করোনা ভাইরাসের মহামারিতে কাঁপছে বিশ্ব। কোভিড-১৯ ভাইরাসে গুরুতর আক্রান্তদের জীবন বাঁচাতে প্রয়োজন ভেন্টিলেটর বা অক্সিজেন যন্ত্রের। বিপুল সংখ্যক আক্রান্তের বিপরীতে ভেন্টিলেটর অপ্রতুল। সারাবিশ্বের চিত্র এই। এই পরিস্থিতিতে মানবতার ডাকে সাড়া দিয়ে ভেন্টিলেটর তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশি ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার।
ভেন্টিলেটর তৈরির এই প্রক্রিয়ায় মিনিস্টারকে সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং কয়েকটি সরকারি-বেসরকারি হাসপাতাল । উদ্যোগটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেডের একঝাঁক অভিজ্ঞ প্রকৌশলী এবং ডিজাইন,গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) টিম।
সম্প্রতি এক অনলাইন সাক্ষাৎকারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বিশ্বখ্যাত মেডিক্যাল যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডট্রনিকের সহায়তায় মিনিস্টারসহ কয়েকটি দেশীয় ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভেন্টিলেটর তৈরিতে এগিয়ে এসেছে। কম সময়ের মধ্যে দেশে ভেন্টিলেটর উৎপাদন হবে। এ ব্যাপারে আমরা ভীষণভাবে আশাবাদী।’
এ ব্যাপারে জানতে চাইলে মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক এম এ রাজ্জাক খান (রাজ) বলেন, ‘মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড দেশের মানুষের জন্য একটি ভেন্টিলেটর নিয়ে কাজ করছে যা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের অভিজ্ঞ প্রকৌশলী ও আরএন্ডডি টিমের অক্লান্ত পরিশ্রম, আইসিটি মন্ত্রণালয়, এফবিসিসিআই ও কয়েকটি সরকারি- বেসরকারি হাসপাতালের সহযোগিতায় আমরা সফলতা অর্জনের কাছাকাছি রয়েছি। আমরা এই ভেন্টিলেটরের সরবরাহের মাধ্যমে দেশের মানুষের সেবা করতে চাই।’
তিনি আরো বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুনতাকিম আশরাফসহ অনেকেই এ কাজে আামাদের প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতা করছেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’
মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেডের নিজস্ব কারখানায় অক্সিজেন ভেন্টিলেশন যন্ত্র তৈরির জন্য কাজ করছে । এছাড়াও মাস্ক তৈরির জন্য ইতোমধ্যেই মেশিন আনা হয়েছে। অতিদ্রুত মাস্ক উৎপাদনও শুরু হচ্ছে।’
প্রতিষ্ঠানটি সূত্রে জানা গেছে, এ মাসের মধ্যেই সব ধরনের জরুরি চিকিৎসা সরঞ্জাম তৈরি শুরু করবে মিনিস্টার।
এ প্রসঙ্গে মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেডের ফ্যাক্টরি পরিচালক প্রকৌশলী মনিরুল হাসান স্বপন বলেন, ‘কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটর খুবই জরুরি। মিনিস্টার সব সময় দেশ ও দেশের মানুষের জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় এই পরিস্থিতিতে জীবন রক্ষাকারী ভেন্টিলেটর তৈরিতে কাজ করছে।’
‘আমার পণ্য, আমার দেশ, গড়বো বাংলাদেশ’- স্লোগান কে লালন করে মিনিস্টার দেশ ও দেশের মানুষের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্বের এই ক্রান্তিলগ্নে বিশ্ব মানবতাকে বাঁচাতে মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেডের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অফিস ও কারখানা বন্ধ থাকলেও এসব চিকিৎসা সরঞ্জাম তৈরির গবেষণা, ডিজাইন ও তৈরির কাজ করছেন মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেডের দক্ষ প্রকৌশলীরা। তারা করোনাভাইরাস মোকাবেলায় অতিজরুরি এই যন্ত্র তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
Leave a Reply