বিনোদন ডেস্ক, ০৮ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আবারও তেলেগু ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি মেয়ে মেঘলা মুক্তা। এর আগে মুক্তা অভিনয় করেছেন যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও ‘নবাব’-এ।
আর গত বছর দেশের গণ্ডি পেরিয়ে অভিষেক ঘটে তেলেগু ছবিতে। ছবির নাম ‘সাকালাকালা ভাল্লাবুডু’। চলতি বছরের ১ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায় ভারতে।
প্রথম ছবিতেই সেখানকার নির্মাতাদের নজরে এসেছেন তিনি। ফলে চুক্তিবদ্ধ হন নতুন আরেকটি ছবিতেও। এবার মেঘলা মুক্তা জানালেন সেই নতুন ছবির খবর। ছবিটির নাম ‘ইয়্যারা চ্যারা’।
এরই মধ্যে শুরু হয়েছে ছবিটির শুটিংও। ছবিটির পরিচালকের নাম সুমন। ভৌতিক গল্পের এই ছবির নিজের অংশের বেশির ভাগ কাজ শেষ করে সম্প্রতি বাংলাদেশ ফিরেছেন মেঘলা। সিনেমায় মেঘলার নায়ক হিসেবে আছেন শ্রীকান্ত।
নতুন কাজটি নিয়ে দারুণ আশাবাদী মেঘলা। তিনি বলেন, এখানে অভিনয় করে আমি খুশি। হায়দ্রাবাদের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং করেছি। আপনাদের দোয়া থাকলে আমার বিশ্বাস খুব দ্রুত তেলেগু ইন্ডাস্ট্রিতে আমি একটা ভালো অবস্থান তৈরি করতে পরবো।’
Leave a Reply