স্পোর্টস ডেস্ক, ১৩ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচেই স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা রয়েছে জিম্বাবুয়ের। তবে গতকাল ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি আজ সারাদিনই ঝরছে। অবশ্য বিকেল সাড়ে চারটার দিকে বৃষ্টি কিছুটা কমেছে। সরানো হয়েছে উইকেটের চারপাশের কভার। তবে এখনো উইকেটের উপরের কভার সরানো হয়নি।
অন্যদিকে দুপুর থেকেই মাঠের বাইরে ভীড় করছে প্রচুর দর্শক। এরই মধ্যে তারা টিকিট কেটে প্রবেশ করতেও শুরু করেছে। খেলা শুরুর কথা সন্ধ্যা সাড়ে ৬টায়। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হবে কিনা তা এখনো জানা যায়নি। এছাড়া চট্টগ্রামে আফাগানিস্তানের বিপক্ষে টেস্ট চলাকালে দর্শক মাঠে ঢুকে পড়ার কারণে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। খেলা শুরুর প্রায় ৪ ঘন্টা আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপর রয়েছে।
এ বিষয়ে বিসিবির নিরাপত্তা প্রধান মেজর (অব) হোসেন ইমাম বলেন, ‘হ্যা, আমরা প্রস্তুত আছি। নিরাপত্তা আগের তুলনায় বাড়ানো হয়েছে। চট্টগ্রামের মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনার পর থেকে আমরা আরো বেশি সতর্ক। মিরপুরও মাঠে দর্শকরা কাঁটাতারের বেষ্টনির কাছে দাঁড়াতে পারবে না।’
Leave a Reply