স্পোর্টস ডেস্ক, ১৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিশ্বকাপের মতো বড় আসর চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন না ক্রিকেটাররা। তারপরও সমর্থকদের সমালোচনা চোখে পড়লে ক্রিকেটারদের মানসিকতায় কিছুটা হলেও তার প্রভাব পড়ে। জানিয়েছেন তরুণ ক্রিকেটার নুরুল হাসান সোহান। বাজে সময় কাটিয়ে শিগগিরই হারানো ছন্দে ফিরবে বাংলাদেশ এমন বিশ্বাস আছে তার। জানিয়েছেন উইন্ডিজের বিপক্ষে ম্যাচই ট্র্যাকে ফেরার সেরা সুযোগ।
ক্রিকেটারদের ওপর কতো চাপ! বিশ্বকাপে ট্র্যাকে ফেরার তাড়না। মানসিকভাবে দৃঢ় থাকার প্রেষণা। আছে সমর্থকদের প্রত্যাশার চাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা সামলানোর চাপ। এসবে পেশাদার ক্রিকেটারদের ঘাবড়ে যাওয়ার সুযোগ নেই। তারপরও প্রভাব তো পড়েই।
উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্লেয়ারদের নিয়ে সমালোচনা হয়, সেটা যেকোনো প্লেয়ারের চোখে পড়লে অবশ্যই প্রভাব পড়ে। তবে, আমার কাছে মনে হয় প্রফেশনাল খেলোয়াড় হিসেবে এগুলোর দিকে মনোযোগী না হওয়াই ভালো।
সোহান উইকেটকিপার ব্যাটসম্যান। জাতীয় দলেও খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ হাতছাড়া করার পর মুশফিক যে তোপের মুখে পড়েছেন সেটি নিতান্তই অবান্তর মনে হয় তার কাছে।
সোহান বলেন, মুশফিক ভাই নিউজিল্যান্ডের বিপক্ষে যে সুযোগটি মিস করেছে, সেই সুযোগটি দশবার আসলে দশ বারই আউট হবে। যেটা হয়েছে, সেটা কিছুই না। ভুল-তো হতে পারে। কেউ তো রোবট না। টাইগারদের এই দলটাকে ভালোভাবেই চেনা আছে সোহানের। বিশ্বাস করেন ঘুরে দাঁড়ানোর সাহস দলটার আছে। প্রত্যাশা, উইন্ডিজের বিপক্ষেই ট্র্যাকে ফিরবে টিম টাইগার্স।
সোহান আরো বলেন, উইন্ডিজের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ। সেই সাথে আমাদের যে অ্যাবিলিটি রয়েছে সেটা দিয়ে খেলতে পারলে আমরা ভালো কিছু করতে পারবো। সেই সাথে টুর্নামেন্টে ফিরতে পারবো।
Leave a Reply