ঢাকা, ০২ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিল কেন্দ্রীয় কমিটির উদ্যেগে ১৫ই আগষ্টের সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠান বাস্তবায়নে এবং জাতীয় শোক দিবসে বিশাল আলোচনা সভা সুন্দরভাবে করা উপলক্ষে গতকাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিল-এর কেন্দ্রীয় কার্যালয়, ৬/এ বঙ্গবন্ধু এভিনিউতে এক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফতাবুল আলম লাই-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. এ. ওয়াদুদের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন সর্বজনাব বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কবিরুল আলম মাও, বীর মুক্তিযোদ্ধা এস. এম. শাহরিয়ার রুমি, মিডিয়া ব্যক্তিত্ব. সিনিয়র সাংবাদিক. বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আলতাফ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তারিকুজ্জামান রেজা, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, প্রজম্ম সমন্বয় কমান্ড কাউন্সিলের সভাপতি সৈয়দ নাসিম সিরাজ রুদ্র প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় মুক্তিযোদ্ধা সমন্বয় কামান্ড কাউন্সিলের উদ্যোগে আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং বাংলাদেশ আওযামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রধান অতিথি করে আগামী ২৭/২৯ আগষ্ট জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশাল আলোচনা সভার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিলের যে সকল জেলা, মহানগর, পৌর, উপজেলা ও ইউনিয়নে কমিটি নাই, সেখানে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিলকে বেগবান করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সকল স্তরের নেতা কমিরা জোড়ালো বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন সময় জাতীয় ইস্যুতে মানববন্ধনের মাধ্যমে জাতির কাছে সংগঠনের মতামত তুলে ধরা ও গঠনমূলক সমালোচনার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সভাপতি সকলকে ধন্যবাদ দিয়ে সভা শেষ করেন।
Leave a Reply