ইন্টারন্যাশনাল ডেস্ক, ১২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়কে নিয়ে মিয়ানমারের ওপর চাপ দিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করবে। ওয়াশিংটনে দুই দেশের মধ্যকার সপ্তম অংশীদারিত্ব সংলাপে এ বিষয়ে একমত হয় দেশ দুটি।
আজ মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য বাড়তি তহবিল সংগ্রহের লক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংগঠিত করার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া, রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়েও একমত প্রকাশ করে যুক্তরাষ্ট্র। সোমবার বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ডেভিড হেইলের যৌথ সভাপতিত্বে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ যে মিয়ানমারের জন্য জরুরি, তার উপর গুরুত্বারোপ করেছে দুই দেশ।
Leave a Reply