ঢাকা, ১৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ ১৫ জুন শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের বাজেট যুগোপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে অহেতুক অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এক বছরের বাজেট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি বাজেট নিয়ে নানা ধরণের মিথ্যা বিভ্রান্তিকর মন্তব্য করছেন। এবং তারা সব সময় বলেন বাজেট বাস্তবায়ন হবে না। এধরণের মন্তব্য অতীতেও তারা করেছে এবারো করেছে। বিএনপি এবারো বাজেট নিয়ে বিরোধিতার রাজনীতি শুরু করেছে। অবশ্য বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মাত্র ৫০ হাজার কোটি টাকা বাজেট প্রণয়ন করতে পেরেছিল।
Leave a Reply