ঢাকা, ৩০ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, চাহিদার অতিরিক্ত চাল আমদানি ও তার বড় অংশ মজুদ থাকা এবং এবার অতিরিক্ত উৎপাদনের কারণেই ধানের দাম অস্বাভাবিকভাবে কমেছে
কৃষিমন্ত্রী বলেন, চাহিদার অতিরিক্ত চাল আমদানি ও তার বড় অংশ মজুদ থাকা এবং এবার অতিরিক্ত উৎপাদনের কারণেই ধানের দাম অস্বাভাবিকভাবে কমেছে। ভবিষ্যতে ধানের ক্রয়মূল্য আগেই নির্ধারণ ও চাষিদের তালিকা করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হবে। এছাড়া গুদামে ধারণ ক্ষমতা বাড়ানো হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকিমুক্ত রেখে ১০ থেকে ১৫ লাখ টন চাল রফতানি করবে সরকার।
Leave a Reply