ঢাকা, ০৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): তুমুল বৃষ্টিকে উপেক্ষা করেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম দুই জামাতের মতো তৃতীয় জামাতেও বায়তুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। আজ বুধবার সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ।
নামাজ শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। মোনাজাতে আবেগাপ্লুত মুসল্লিরা চোখের জলে গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চান। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বায়তুল মোকাররমে নামাজ আদায় করতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। মসজিদে আসার পথে বৃষ্টি বাধায় অনেকে আটকে পড়েন। তারপরেও অনেকে কাকভেজা হয়ে ঈদের জামাতে সামিল হন। যারা প্রথম দুটি জামাতের কোনটিতেই অংশ নিতে পারেননি তারা তৃতীয় জামাতে নামাজ আদায় করেন। তৃতীয় জামাতেও মুসল্লিদের ভিড়ে বায়তুল মোকাররম কানায় কানায় পরিপূর্ণ ছিল।
এর আগে সকাল সাতটায় প্রথম জামাত, আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমে ঈদের আরও দুটি জামাত অনুষ্ঠিত হবে। চতুর্থ জামাত হবে সকাল ১০টায় এবং পঞ্চম ও সবশেষ জামাত সকাল পৌনে ১১টায়।
চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালীয়ূর রহমান খান এবং পঞ্চম ও সর্বশেষ জামাআতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা জুবাইর আহাম্মদ আল আযহারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।
Leave a Reply