ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): পরিবর্তিত পরিস্থিতির আলোকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে দলের দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ায় তাকে এই দায়িত্ব দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে প্রিন্সকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব।
দলীয় মহাসচিবের পাঠানো ওই চিঠিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের দায়িত্ব পালনের অনুরোধ করা হয়েছে। এমরান সালেহ প্রিন্স বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
এদিকে, বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দক্ষিণ বিএনপি আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে পুলিশের প্রিজনভ্যানে তুলে নিতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
Leave a Reply