ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার সকালে বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত জোট দলগতভাবে দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে।
‘স্বাধীনতার ৫১ বছরেও দেশের বিরুদ্ধে যড়যন্ত্র চলছে’ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘যারা দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারাই ষড়যন্ত্রকারী। যারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, যারা আমাদের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র দিয়েছিল সেই জামায়াতে ইসলামী, তাদের বংশধরেরা, বিএনপির যেসব নেতা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজকে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের প্রত্যয় হচ্ছে দেশবিরোধী সমস্ত অপশক্তিকে দমন করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের স্বপ্ন হচ্ছে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে পরিপূর্ণভাবে একটি উন্নত দেশে রূপান্তর করা। প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটালে রূপান্তর করেছেন। এখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা- এটি হচ্ছে আমাদের স্বপ্ন।’
হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্ব ৩০ লাখ বাঙালির জীবনের বিনিময়ে আমাদের বিজয় এসেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজ সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। এদেশের উন্নয়ন অগ্রগতি দেখে বিশ্বের বড় বড় দেশ প্রশংসা করে এমনকি জাতিসংঘ বাংলাদেশের উন্নয়ন অর্জনের প্রশংসা করে।’
Leave a Reply