সাভার (ঢাকা), ১৬ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছে, বিজয়ের ৫১ বছরে এসে আমাদের অর্জন কেবলই একটি স্বাধীন ভূখণ্ড মাত্র। গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ, বিচারব্যবস্থা আমরা এখনও পাইনি।
নুর বলেন, যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে এ দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল সেই সংগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য এখনও বাস্তবায়িত হয়নি। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে বৈষম্যহীন একটা সহনশীল সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা ছিল মুক্তিযুদ্ধের লক্ষ্য। কিন্তু স্বাধীনতার ৫১ বছরের চিত্র যদি আমরা দেখি, যারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা মুক্তিযুদ্ধের লক্ষ্যের একেবারেই বিপরীতমুখী। স্বাধীনতার আগেও আমাদেরকে যেই ভোটের অধিকার, ভাতের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের মর্যাদার জন্য লড়াই করতে হয়েছে। আজকেও সেই একই লড়াই করতে হচ্ছে।
নুর বলেন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পার করে একটি স্বাধীন দেশে যেভাবে বিরোধী মতকে দমন করা হচ্ছে, রাষ্ট্রযন্ত্র যেভাবে অত্যাচার নির্যাতন করছে, এমনটা পাকিস্তান আমলেও ছিল না। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে, বঙ্গবন্ধুকে সকালে গ্রেপ্তার করা হয়েছে, বিকালে জামিন দেওয়া হয়েছে। কিন্তু আজকে একটা দলের শীর্ষ নেতা, মহাসচিবসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু জামিন দেওয়া হচ্ছে না।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব বলেন, সবচেয়ে অসভ্য ও সবচেয়ে বর্বর যে ঘটনা সেটি হচ্ছে স্বাধীন দেশের নাগরিকদের বাসা থেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কারো কারো দেখা মিলছে কারাগারে, কারো কারো লাশ পাওয়া যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে যে যুদ্ধংদেহী অবস্থা তৈরি হয়েছে, এজন্য সরকার দায়ী। সরকার পরিকল্পিতভাবে তাদের ‘সেভ এক্সিটের’ জন্য একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করে তৃতীয় শক্তিকে ক্ষমতা হস্তান্তর করার জন্য দেশকে একটি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলে তাদের পরাজয় হবে, আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। তৃতীয় পক্ষ ক্ষমতায় এলে কিন্তু কেউই লাভবান হবে না। এজন্য সরকারের কাছে আহ্বান থাকবে কিভাবে বিরোধী পক্ষের আলাপ আলোচনা করে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে ঐক্যমতে পৌঁছান।
নুর বলেন, শেখ হাসিনার অধীনে, আওয়ামী লীগের অধীনের কোনো নির্বাচনে গণঅধিকার পরিষদ অংশ নেবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া আমরা কোনো নির্বাচন হতে দেবো না।
Leave a Reply