ঢাকা, ০৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ ০৪ জুন মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিরেশর যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেছেন, মাত্র আট দিনের ভিসা নিয়ে ইউক্রেনের নাগরিকরা বাংলাদেশে এসেছিলেন টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশেই। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের এনসিআর করপোরেশনের একটি সফটওয়্যার ব্যবহার করে। মূলত এই সফটওয়্যারটি হ্যাক মাধ্যমেই ইউক্রেনের নাগরিকরা বাড্ডার এটিএম বুধ থেকে টাকা হাতিয়ে নিয়েছিলো। তাদের পরবর্তী টার্গেট ছিলো ভারত।
গেলো শুক্রবার বাড্ডার দুটি এটিএম বুথ থেকে সাড়ে তিনলাখ টাকা হাতিয়ে মুখোশধারী দুই যুবক। পরবর্তীতে ড্যানিয়েল ভিটোমস্কি নামে এক ইউক্রেনের নাগরিককে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া একে একে গ্রেফতার হয় আরো পাঁচজন। সবাই একই দেশের নাগরিক। পুলিশ এই ঘটনার সঙ্গে আরো একজন জড়িত বলে তথ্য পেয়েছেন তারা। তবে এখনো আটক না হওয়া ওই ব্যক্তি যেন বাংলাদেশ ছাড়তে না পারে সে ব্যাপারে সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, পুরো সফটওয়ার যে নেটওয়ার্কটা যেটা এখন পর্যন্ত ডিটেক্ট হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটার যে সফটওয়্যারের যে কানেক্টিভিটি তারা আলাদা কোনো এক বুথের মধ্যে ইউক্রেন থেকেই সেই কানেক্টিভিটি তৈরি করেছে।
পুলিশ বলছে, এরা মূলত আন্তর্জাতিক জালিয়াত চক্রের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদে এমনটাই ধারণা পেয়েছেন তারা। এছাড়া তাদের জালিয়াতির বিস্তারিত জানতে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞের সহায়তা নেয়া হচ্ছে। বাংলাদেশের কেউ জড়িত নেই, এট অবশ্যই বলা যাবে না। বাংলাদেশে তাদের কোনো নেটওয়ার্ক আছে কিনা সেটা আমাদের সন্দেহের মধ্য আছে।
এই ঘটনার পরে এটিএম সেবা নিয়ে মানুষের মাঝে কিছুটা অনিরাপদ বোধ তৈরি হলেও এনিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ পুলিশের।
Leave a Reply