ঢাকা, ১৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহের উদ্বোধনকালে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর উত্তরায় উবার চালক হত্যা ঘটনায় অপরাধীকে ধরতে আইনশৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে। যেসব বিদেশি এ দেশে এসে অপরাধে জড়িয়ে পড়ছে তাদের বিরুদ্ধেও কঠোর হচ্ছে পুলিশ।
ডিএমপি কমিশনার বলেন, কিছু কিছু বিদেশি বাংলাদেশে এসে অপরাধে জড়িয়ে যাচ্ছে। গত সপ্তাহে ব্যাংক কার্ড জালিয়াতির ইউক্রেনীয় একটি চক্র, এর আগে নাইজেরিয়ার ও তানজানিয়ার একাধিক চক্রের জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে ও তাদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়টি সরকারের নজরে রয়েছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব।
Leave a Reply