ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে সম্প্রতি বিদেশি কূটনীতিকদের নানা বক্তব্য ‘লাগামহীন’ ও ‘শিষ্টাচার বহির্ভূত।
তিনি বলেছেন, স্বাধীন সার্বভৌম দেশে ভাতৃপ্রতিম বিদেশি কূটনীতিকদের অবাধ বিচরণ ও লাগামহীন বক্তব্য শিষ্টাচার বহির্ভূত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি।
রওশন এরশাদ বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনো দেশের স্বাধীনতা অর্জনে বাংলাদেশের মতো বিশাল রক্তদানের ঘটনা বিরল। সেই স্বাধীন সার্বভৌম দেশে আমাদের ভাতৃপ্রতিম বিদেশি কূটনীতিকদের অবাধ বিচরণ ও লাগামহীন বক্তব্য শিষ্টাচারবহির্ভূত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি।’
এসময় জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক রওশন এরশাদ বলেন, ‘দেশের সব নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) অংশ নেবে। পার্টিকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের বিভ্রান্তি ও ভেদাভেদ ভুলে দলীয় ঐক্য বজায় রাখতে হবে।’
‘জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী রাজনীতিতে বিশ্বাসী। যার ফলে দেশের ক্রান্তিকালেও নির্বাচনে অংশ নেয় দলটি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা ছেড়ে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করেছিলেন। কিন্তু সেদিন তার দলকে লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন করতে দেওয়া হয়নি।’
রওশন এরশাদ বলেন, ‘সেদিন পার্টির শীর্ষনেতাসহ হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। জ্বালিয়ে দেওয়া হয়েছিল অনেকের ঘরবাড়ি। সেই থেকে দেশে প্রতিহিংসার রাজনীতির শুরু হয়।’
জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য দেন বিরোধী দলের নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, এসএমএম আলম, চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, এমএ গোফরান, গোলাম সারোয়ার মিলন, জিয়াউল হক মৃধা, কাজী মামুনুর রশীদ, রফিকুল হক হাফিজ, নুরুল ইসলাম মিলন, ক্বারি হাবিবুল্লাহ বেলালী, আবদুল আজিজ চৌধুরী, গুলজার হুসেন, মুহাম্মদ জহির উদ্দিন, খন্দকার বেলাল প্রমুখ।
Leave a Reply