স্পোর্টস ডেস্ক, ৩০ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশবছর পর আবার বৃটেনে ক্রিকেট উৎসব। এদিন ম্যাচ দেখতে মাঠে হাজির বৃটেনের বিদায়ী প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট চুক্তি নিয়ে বির্তকে আগামী ৭ই জুন বৃটেনের পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির নেত্রী প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন থেরেসা মে। বৃটিশ গনমাধ্যমের খবর, আগে থেকে কোন পরিকল্পনা না থাকলে বিশ্বকাপের দামামা থেকে নিজেকে দূরে রাখতে পারেন নি থেরেসা মে। ডাউনিং স্ট্রিটে নিজের বাসভবন থেকে ওভাল ক্রিকেট গ্রাউন্ডে যাওয়ার সময় আমুদে মেজাজেই ছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী। ইংল্যান্ডে-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখতে হাজির হন কেনিংটন ওভালে।
প্রসঙ্গত, গত শুক্রবার পদত্যাগ ঘোষণার সময় আবেগাপ্লুত হয়ে যান বৃটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এটা আমার কাছে খুব দুঃখের বিষয়, ব্রেক্সিটটা আমি করতে পারলাম না। এই দুঃখটা আমার খেকেই যাবে।’ আর পদত্যাগ নিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ৭ই জুন কনজারভেটিভ ও ইউনিয়নিস্ট পার্টির নেত্রী পদ থেকে আমি পদত্যাগ করবো। নতুন নেতা বাছাইয়ের কাজ তার পরের সপ্তাহে শুরু হবে।’
Leave a Reply