ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করছে। রাজনীতির মাঠে কোনো ইস্যু না পেয়ে বিএনপি, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি করছে।
তথ্যমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার গতকাল সংসদের বক্তব্য নিয়ে তিনি যে ভাষায় সমালোচনা করেছেন। এটি আসলে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতিটা মিথ্যার ওপর প্রতিষ্ঠিত।
ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার রাজনীতি নিয়ে তারা যে ধরণের অপরাজনীতি করছেন, এতে কিন্ত বেগম খালেদা জিয়াকেই খাটো করা হচ্ছে। বিএনপি রাজনীতির মাঠে কোনো ইস্যু না পেয়ে, বেগম খালেদা জিয়ার কোমরে, হাঁটুতে ব্যথাই এখন তাদের রাজনীতির ইস্যু।
Leave a Reply