ঢাকা, ১৫ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বেতন ও বকেয়ার দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। সরকারের নির্দেশনা অনুযায়ী আজ বুধবারের মধ্যে তাদের বেতন পরিশোধ না করায় বৃষ্টি ও করোনা সংক্রমণ উপেক্ষা করেই তারা সড়কে নামেন। আজ সকালে মিরপুর, বাড্ডা, ভাষানটেসহ বিভিন্ন রাস্তা বন্ধ করে তাদের বিক্ষোভ করতে দেখা যায়।
মালিকপক্ষের আশ্বাসে কয়েকটি গার্মেন্টেসের কর্মীরা সড়ক ছাড়লেও দুপুরে দেখা গেছে মিরপুরে রাস্তায় অবস্থান রয়েছে অনেকের। এর আগে মঙ্গলবারও বেতন ভাতা আদায়ে রাস্তায় অবস্থান করেন তারা। এতে যানজটের কবলে পড়েছে জরুরি সেবাদানকারী পরিবহনগুলো।
শ্রমিকরা জানান, সকালে তারা বকেয়া বেতন নিতে এসেছিলেন। কিন্তু এসে দেখেন মালিকরা উধাও হয়ে গেছে। তাই নিরুপায় হয়ে রাস্তায় নেমেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ভাষানটেক থানার কাফরুল এলাকার মিনি সুপার মার্কেটের পাশে চিটাগাং ফ্যাশন নামে একটি গার্মেন্টের শ্রমিকরা রাস্তা অবরোধ করেন। এক মাসের বেতন ও দুই মাসের ওভারটাইমের বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে কাফরুল ও ভাষানটেক থানা পুলিশ।
কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, চিটাগাং ফ্যাশন গার্মেন্টসটি ভাষানটেক থানায় পড়েছে। তবে শ্রমিকদের আন্দোলন বিক্ষোভ চলছে উভয় পাশের সড়কে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিএমইএকে বিষয়টি জানানো হয়েছে।
অন্যদিকে বেতন-ভাতা দাবিতে মিরপুর থানার দারুসসালাম এলাকায় গার্মেন্টস শ্রমিক-কর্মচারীরা সকাল সাড়ে আটটা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। কিন্তু মালিকপক্ষের কোনো সাড়া না পাওয়ায় এখনো রাস্তাতেই রয়ে গেছেন শ্রমিকরা।
এছাড়া দক্ষিণখান থানার উত্তরা বিমানবন্দর গোল চত্বর ও জসীম উদ্দীন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রেদওয়ানটেক্স অ্যান্ড অ্যাপারেলস গার্মেন্টস শ্রমিকরা। পরে মালিকপক্ষের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দেয়।
Leave a Reply