ঢাকা, ২৪ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিচারপ্রক্রিয়া ও সংস্কার প্রক্রিয়ায় কেউ যদি বাধা দিতে চায়, তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। এ জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে আবারও প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, ৭২-এর সংবিধান দিয়ে এ দেশে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয়। তাই গণপরিষদের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী সংবিধান প্রয়োজন।
প্রতিবাদ সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের সংকট সমাধানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে। গণপরিষদ নির্বাচনে যে সংবিধান তৈরি হবে, সেখানে ২৪-এর গণঅভ্যুত্থানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে। মায়েদের কথা, নারীদের কথা থাকতে হবে।
ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা, পাহাড়ের সহযোদ্ধা, সমতলের সহযোদ্ধা, আসুন, সবাই ঐক্যবদ্ধ হই। মুজিববাদের একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধানের দিকে যাত্রা করি।
প্রতিবাদ সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার করতে রমনা থানাকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এ সময় উপস্তিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক (জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি) মো. শাকিল, তেজগাঁও কলেজের প্রতিনিধি আলামিন তালুকদার, শেখ বোরহাউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের তারেক আজিজ, হামলার শিকার মাসুদ, রাবেয়া, ইমরানসহ অনেকেই।
Leave a Reply