হেলথ ডেস্ক, ২১ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ৪২ দিনে ব্রাহ্মণবাড়িয়ার ৩০০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ১৮ জনের করোনা সংক্রমন পাওয়া গেছে। তবে মঙ্গলবার দুপুরে আরো একজনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এ হিসেবে আক্রান্তের সংখ্যা ১৯ জনে দাড়িয়েছে। জেলার সিভিল সার্জন অফিস জানিয়েছে, ১০ই মার্চ থেকে এপর্যন্ত ৫৬৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠিয়েছেন তারা। এরমধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৩’শ জনের ফলাফল পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। আর সুস্থ হয়েছেন একজন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২জন।
মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করা হয়। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশী ৮ জন আক্রান্ত হয়েছেন আখাউড়ায়। এরপরই নাসিরনগরে ৫জন। এছাড়া বিজয়নগর উপজেলায় ২জন,নবীনগরে এবং বাঞ্ছারামপুরে ১ জন করে আক্রান্ত হয়েছেন। তবে মঙ্গলবার দুপুরের পর সরাইলে নতুন ১ জন আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন ফেসবুক পেইজে তথ্য দেয়া হয়। এই আক্রান্তের বাড়ি ওই উপজেলার তেরকান্দা গ্রামে। সিভিল সার্জন মো: একরামুল্লাহ জানান- জেলার ৯ উপজেলা থেকেই তারা নমুনা সংগ্রহ করেছেন। এদিকে জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৩০ হাজার ৪৬৭জন। আর হোম কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন ৩ হাজার ৯৯৮জন। এসময়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ৭৪ জনের মধ্যে ২৮ জন ছাড়া পেয়েছেন। হাসপাতালে আইসোলেশনে থাকা ১৭ জনের মধ্যে ২ জন ছাড় পেয়েছেন।
Leave a Reply