মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ২৭ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মনডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া, সহকারি প্রধান শিক্ষক এ টি এম আতিকুল হক, সিনিয়ার সহকারী শিক্ষক কাজী দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল হক প্রমুখ।
সিনিয়র সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান (হাবিব )-এর পরিচালনায় ও প্রধান শিক্ষক জনাব মোঃ বদিউজ্জামান (মিলু)র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পুরাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি জনাব মোঃ দাউদুর রহমান ফকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল পুরাপাড়া ইউনিয়ন শাখা সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী এবং সকল শিক্ষক মন্ডলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয় এর শিক্ষার গুণগতমান, উচ্চ বিদ্যালয়ের পাশের হার আরো ভালো করতে হবে। ইভটিজিং মুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজি মুক্ত এ বিদ্যালয় গডড়ে তুলতে হবে । সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা হয়।
Leave a Reply