ঢাকা, ২৯ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ হওয়ার পর বুধবার সন্ধ্যায় তাকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে বলে ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে। তার শারীরিক পরিস্থিতির বিবেচনায় চিকিৎসকরা হাসপাতালে দর্শনার্থী সীমিত রাখতে পরামর্শ দিয়েছেন। ফজলে হাসানের শারীরিক অবস্থার সম্পর্কে ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসা।
৩৬ বছর বয়সে ব্র্যাক প্রতিষ্ঠার পর থেকে ২০০১ সাল পর্যন্ত সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন ফজলে হাসান আবেদ। ৬৫ বছর বয়সে নির্বাহী পরিচালকের পদ ছেড়ে চেয়ারপারসন হন তিনি। কয়েক মাস আগে তিনি চেয়ারপারসনের পদ ছেড়ে অবসরে যান।
বিভিন্ন বিষয়ে অবদান রাখায় স্বীকৃতি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। ২০১৪ ও ২০১৭ সালে ফরচুন ম্যাগাজিনের নির্বাচিত ৫০ বিশ্বনেতার মধ্যে ফজলে হাসান আবেদের নাম স্থান পেয়েছিল।
Leave a Reply