অর্থ-বানিজ্য ডেস্ক, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): হিলি স্থলবন্দরে ঈদের আগেই হঠাৎ করে বেড়েছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। কয়েক দিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল প্রকার ভেদে ১০ থেকে ১১ টাকা, সেই পেঁয়াজ প্রকার ভেদে এখন বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৭ টাকা।
দাম বৃদ্ধির কারণ হিসেবে হিলি স্থলবন্দরের পেয়াজ আমদানি কারক সাইফুল ইসলাম জানান, হিলি স্থলবন্দরে প্রতিদিন পেয়াজের চাহিদা ৫০ ট্রাকের কিন্তু আমদানি হচ্ছে মাত্র ১৫ থেকে ২০ ট্রাক। আর চাহিদার তুলনায় পেঁয়াজের আমদানি কম হওয়ায় এবং রমজান ও ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের চাহিদা বাড়ায় বেড়েছে দাম।
হিলি কাস্টমস সূত্রে জানা যায় গত সাত কর্ম দিবসে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১শ ৩৩ ট্রাকে ৩ হাজার ৫শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও গতকাল শনিবার সপ্তাহের প্রথম কর্ম দিবসে ৩১ ট্রাকে ৭শ ৫০ মেট্রিক টন পেয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।
Leave a Reply