ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৯ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট) : ভারতের সপ্তদশ লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা৷ সর্বসম্মতিতে স্পিকার নির্বাচিত হওয়ার পর ওমের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সংসদে দাঁড়িয়ে মোদি বলেন, ‘গুজরাট ভূমিকম্প, কেদারনাথ দুর্যোগে কাজ করেছেন ওম বিড়লা৷ শীতের রাতে কোটার রাস্তায় ঘুরে কম্বল বিলি করেছেন৷ কোটায় কাউকে না খেয়ে মরতে দেননি৷ ওম বিড়লা অনুশাসন আনতে পারেন৷’
কোটার দ্বিতীয়বারের সাংসদ ওম বিড়লা৷ কোটা দক্ষিণের তিনবারের বিধায়ক৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী রামনারায়ণ মিনাকে ২.৭৯ লক্ষ ভোটে হারিয়ে জয়ী হন ওম বিড়লা৷
এর আগে, লোকসভার স্পীকার হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে আসে৷ তার মধ্যে পি পি চৌধুরী ও এস এস আলুওয়ালিয়ার নামও ছিল৷ তবে দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে ওম বিড়লার নাম উঠে আসে৷
Leave a Reply