ঢাকা, ১৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ইচ্ছাকৃত নয়, ভুলে পাসপোর্ট রেখে গিয়েছিলেন প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের পাইলট। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে। সোমবার (১৭ জুন) মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়া নিয়ম মেনে চলতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
ফিনল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে গত ৫ জুন রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কাতারের উদ্দেশে রওনা দেন ক্যাপ্টেন ফজল মাহমুদ। কিন্তু সঙ্গে পাসপোর্ট না থাকায় দোহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের স্টাফদের জন্য নির্ধারিত হোটেলে যেতে পারেননি তিনি। এরপর অপর একটি ফ্লাইটে পরদিন তার পাসপোর্ট পাঠানো হয়। এ ঘটনায় তখন মন্ত্রিপরিষদ বিভাগ একটি আন্তঃমন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। তবে, এখনো প্রতিবেদনের বিস্তারিত পর্যালোচনা করা হয়নি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, এখন থেকে ইমিগ্রেশনের সব নিয়ম মেনেই যাত্রী ও বিমান ক্রুদের বিদেশে রওনা দেয়াসহ বেশ কয়েকটি সুপারিশ রয়েছে প্রতিবেদনে।
এদিকে, সকল তথ্য গোপন রাখতে কর্মকর্তা কর্মচারীদের প্রতি বাধ্যবাধকতার বিধান রেখে বাংলাদেশ ট্যারিফ কমিশন সংশোধন আইন ২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
Leave a Reply