হেলথ ডেস্ক, ২৯ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): কিশোরগঞ্জের ভৈরবে শনাক্ত হওয়া প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চাঁন মিয়া সুস্থ হয়ে ফিরেছেন। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার নন্দিবাড়ির নায়েব আলীর ছেলে। মঙ্গলবার বিকালে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে সুস্থতার সনদপত্রসহ ছাড়পত্র দেওয়া হয়।
গত ৯ এপ্রিল জ্বর, সর্দি, শ্বাসকষ্ট অনুভব করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য যান তিনি। এরপর চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে সরকারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠায়। এর পরদিন রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এলে তাকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রায় ১৫ দিন চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থতা অনুভব করলে তিনবার তার নমুনা পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেওয়া হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন জানান, করোনায় আক্রান্ত এসআই চাঁন মিয়া সুস্থ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে। এরপরও উর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে তিনি তার নিজ বাড়িতে ১০ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
Leave a Reply