ঢাকা, ১০ জানুয়ারী ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় আসার পর এখন সরকার গঠন করার অপেক্ষায় আওয়ামী লীগ। সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে আজ বুধবার। সকাল ১০টায় জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। একদিন পর আগামীকাল বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ। নতুন এই মন্ত্রিসভায় কাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে আর কারা বাদ পড়ছেন- এ নিয়ে সরকার এবং দলের বাইরে চলছে নানা আলোচনা।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভা বর্তমান মন্ত্রিসভা থেকে ছোট হবে না। তবে, বিতর্কিত কর্মকাণ্ড আর খারাপ পারফর্মেন্সের কারণে ৫ থেকে ৮ জন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী বাদ পড়তে পারেন। এছাড়া আরও এক ডজন মন্ত্রীর মন্ত্রণালয় পরিবর্তন হতে পারে। শেষ বয়সে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।
নতুন করে যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন
জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি ঢাকা-১৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা-৮ আসন থেকে নির্বাচিত আবু জাফর মোহাম্মদ শামীম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন। ডা. প্রাণ গোপাল দত্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।
এছাড়া, খুলনা থেকে একজন নবনির্বাচিত সংসদ সদস্য শ্রম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ মোহাম্মদ, কার্যনির্বাহীর সদস্য মোহাম্মাদ আলী আরাফাত মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার প্রতীকে বিজয়ী হওয়া সাবেক তিন আমলা, ড. সাদিক, আবুল কালাম আজাদ, সাজ্জাদ হোসেনকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া নিয়ে আলোচনা চলছে। এছাড়া বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আবদুস সবুর।
সিমিন হোসেন রিমি অথবা কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এছাড়া নির্বাচিত হওয়া সেলেব্রিটিদের মধ্যে যুব ও ক্রীড়া বা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
বর্তমান সরকারের শরিকদের মধ্যে কাউকে মন্ত্রীত্ব না দেওয়া হলেও নতুন মন্ত্রিসভায় তাদেরকে দায়িত্ব দেওয়া হতে পারে। আওয়ামী লীগের শরিকদের মধ্যে দুইজন বিজয়ী হলেও তাদের মধ্যে একজনকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার গুঞ্জন বেশ জোড়ালো। তবে এবার মন্ত্রণালয়ের আকার ছোট না হলেও বেশ কিছু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন হতে পারে।
যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পরিবর্তন হতে পারে সেগুলো হলো: স্বাস্থ্য, শিল্প, বাণিজ্য, ত্রাণ ও দুযোর্গ, স্থানীয় সরকার, প্রথমিক ও গণশিক্ষা, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, মুক্তিযুদ্ধ বিষয়ক, ভূমি, গণপূর্ত, অর্থ, পরিকল্পনা, তথ্য ও পরিবেশ মন্ত্রণালয়।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বর্তমান মন্ত্রীর পরিবর্তন হওয়ার গুঞ্জন থাকলেও উপমন্ত্রী তার জায়গায় থাকবেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী সততার পুরস্কার হিসেবে তাকে পূর্ণমন্ত্রী দেওয়া হতে পারে। এছাড়া এনামুল হক শামীমকে প্রমোশন দেওয়া হতে পারে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হতে চান শাজাহান খান এমনটাই জানা গেছে দলীয় সূত্রে।
এছাড়া, টেকনোক্রেট কোটায় মন্ত্রী হওয়ার অলোচনায় আছেন ড. মশিউর রহমান ও আহমদ কায়কাউস।
Leave a Reply