সাভার, ২৪ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ব্যক্তিগত গানম্যানের গুলিতে আহত আরেক যুবক মঈন হোসেন মহিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৬ এপ্রিল রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় মন্ত্রীর ব্যক্তিগত গানম্যান এএসআই কিশোর সরকার ব্যক্তিগত শত্রুতার জেরে দুজনকে গুলি করেন বলে অভিযোগ আছে। এতে ঘটনাস্থলেই নিহত হন শহিদুল ইসলাম শহিদ নামের এক ব্যক্তি। এছাড়া গুলিবিদ্ধ হন মহিম।
গুলির শব্দ পেয়ে স্থানীয়রা আহত মহিমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকার নয়দিন পর আজ ভোরে তার মৃত্যু হয়।এদিকে, ওই ঘটনার একদিন পর ১৭ এপ্রিল অভিযুক্ত অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
Leave a Reply