ঢাকা, ০৪ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণঐক্য এডিস মশা নির্মূল ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সরকারে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রদের লাল কার্ড প্রদর্শন করেছে। এসময় ডেঙ্গু নির্মূলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্পেশাল টাস্ক ফোর্স গঠনের দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি আরমান হোসেন পলাশ বলেন, মশা নিধন সিটি কর্পোরেশনের দায়িত্ব। তাদের ব্যর্থতা এবং দুর্নীতির ফলে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মহামারি আকারে ডেঙ্গু দেখা দিয়েছে। তারা মশা নিধনের পরিবর্তে মশার কয়েল এবং ওষুধ ব্যবসায়ীদের সুযোগ দিয়ে ঘুষ খেয়েছে।
দুই সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে ব্যর্থতার দায়ে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে উল্লেখ করে পলাশ বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ হাসপাতালে, মৃতের সংখ্যা সারাদেশে প্রায় ৭০। এ হার উদ্বেগজনকভাবে বাড়ছে।
Leave a Reply