মার্কিন সুপারস্ট্রার সেলেনা গোমেজের অভিনয় জগতে পা রাখার এখন ১৭ বছর চলছে। বয়সে ছোট জাস্টিন বিবারের সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে সবচেয়ে আলোচিত হয়েছেন। একাধারে সঙ্গীতাঙ্গন ও অভিনয় জগৎ মাতিয়ে যাচ্ছেন সেলেনা গোমেজ। এবারই প্রথম কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন ২৬ বছর বয়সী এ তারকা। বয়সে তিনগুণ বড় ৬৮ বছর বয়স্ক বিল মুরকে বিয়ে করছেন বলে উৎসবের মধ্যেই ঘোষণা দিয়েছেন সেলেনা।
বিষয়টি নিয়ে হলিউড পাড়ায় চলছে তুমুল হইচই। যদিও ‘দ্য ডেড ডোন্ট ডাই’ এ দু’জনের জুটি বাঁধার পর থেকে চলাফেরা নিয়ে সন্দেহ ছিল নেটিজেনদের। সন্দেহ ছিল, কিছু একটা হতে যাচ্ছে। এবার নিজেই বিষয়টি খোলাসা করেছেন সেলেনা গোমেজ। ইনস্টাগ্রামে প্রকাশ করা এক পোস্টে তিনি লিখেছেন, ‘এবারই প্রথম কান চলচ্চিত্র উৎসবে এলাম। পুরো টিমের সঙ্গে ‘দ্য ডেড ডোন্ট ডাই’ ছবিটির প্রদর্শনীতে অংশ নেওয়া ছিল বিশেষ কিছু। যা–ই হোক, আমি ও বিল মুরে বিয়ে করতে যাচ্ছি।’
Leave a Reply