ঢাকা, ৩০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক শহিদ মো. সাদিকুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার তাকে ওএসডি করে এক আদেশ জারি করা হয়।
সূত্র জানায়, এন-৯৫ মাস্কের মান নিয়ে প্রশ্ন তোলায় তাকে ওএসডি করা হয়। তবে আদেশে ওএসডি করার কোনো কারণ উল্লেখ করা হয়নি। জানা গেছে, শহিদ মো. সাদিকুল ইসলাম ঔষধাগার থেকে দেয়া মাস্কের (এন-৯৫) মান নিয়ে প্রশ্ন তুলে এ বিষয়ে মতামত চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বরাবর চিঠি দিয়েছিলেন।
গত ১লা এপ্রিল দেওয়া চিঠিতে পরিচালক শহিদ মো. সাদিকুল ইসলাম লেখেন- হাসপাতালের চাহিদার পরিপ্রেক্ষিতে গত ৩০শে মার্চ কেন্দ্রীয় ঔষধাগার অন্যান্য মালামালের সঙ্গে ৩০০টি এন–৯৫ মাস্ক সরবরাহ করেছে। মুন্সিগঞ্জের গজারিয়ার একটি প্রতিষ্ঠান এই মাস্কের প্রস্তুতকারী।
চিঠিতে তিনি আরও লেখেন- এই মাস্কগুলো প্রকৃতপক্ষে এন–৯৫ কি না, সে বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী টেলিফোনে হাসপাতালের পরিচালকের কাছে জানতে চেয়েছেন। চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় মতামত দেয়ার অনুরোধ করা হয়।।
Leave a Reply