ঢাকা, ০৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ঈদের দিন ভোরেই রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রায় দুই ঘন্টাব্যাপী চলা এই বৃষ্টিতে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন ঈদুল ফিতরের নামাজ পড়তে আসা মুসল্লীরাসহ সাধারণ মানুষ।
আজ বুধবার (৫ জুন) ভোর হতে না হতেই নগরজুড়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাব্যাপী বৃষ্টিতে রাজধানীর মিরপুর, ধানমন্ডি, কারওয়ানবাজার, বিজয় সরণিসহ বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন ঈদের নামাজ আদায়কারীরা।
সড়কে জমে থাকা পানি এবং মসজিদে স্থান সংকুলান না হওয়ায় অনেকেই ঈদের নামাজ আদায় করতে পারেননি। রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লা ও অলিগলিতেও সৃষ্টি হয় জলাবদ্ধতা।
আরো দুই থেকে তিন দিন এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়ো অফিস।
Leave a Reply